Sylhet Today 24 PRINT

সিলেট সিভিল সার্জন অফিসে এডভোকেসি সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ জুন, ২০২১

লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা আয়োজিত ‘কাউন্ট্রিওয়াইড ক্যাম্পেইন ফর এওয়ারনেস অন স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড এন্ড ওপেন স্পেস ফুড বেন্ডিং বাই ফোক সং/ড্রামা, বিহাইকল ব্রান্ডিং এন্ড মিডিয়া ক্যাম্পেইন’ শীর্ষক সেবা প্যাকেজের এর আওতায় আজমির ইন্টারন্যাশনালের সহযোগিতায় সিলেটে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে সিলেট সিভিল সার্জন অফিস মিলনায়তনে এই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বনিক, আজমির ইন্টারন্যাশনালের কনসালটেন্ট মাসুদ রানা ও নীলিমা আক্তার নীলা।

বিবিসি মেটেরিয়েলস বিতরণ করা হয়েছে ও জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড ও ওপেন স্পেস ফুড সংক্রান্ত বিভিন্ন উপকরণ ব্যবহার করে ব্যান্ডিংকৃত যানবাহনের মাধ্যমে সিলেট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.