Sylhet Today 24 PRINT

সাহায্য চেয়ে সিসিক মেয়রকে জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ জুলাই, ২০২১

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রিকশা শ্রমিকদের সরকারি সাহায্যের আওতায় নিয়ে আসার দাবিতে স্মারকলিপি দিয়েছেন সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর নেতৃবৃন্দ।

রোববার (১১ জুলাই) দুপুরে নগর ভবনে মেয়র কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সভাপতি ইয়াসিন খান, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিকশা শ্রমিকনেতা আমিনুল ইসলাম, মিজানুর রহমান মোল্লা, বাহার উদ্দিন, কোরবান আলী, মোবারক আলী, আবুল হোসেন, আবুল কাশেম প্রমুখ।

স্মারকলিপি সূত্রে জানা যায়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত এই শ্রমিকরা কঠোর পরিশ্রম করে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থার উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে সিলেটের জনসাধারণ কম চলাচল করছেন ফলে সাধারণ শ্রমিকদের রোজগার একেবারে কমে যাচ্ছে।

স্মারকলিপিতে বলা হয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিত্তবানরা বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য মজুত করছেন। ফলশ্রুতিতে অসাধু ব্যবসায়ীরা দ্রব্য মূল্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছেন। এহেন পরিস্থিতিতে দ্রব্য মূল্য শ্রমিকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে শ্রমিকরা অনেকটা কষ্টে জীবনানিপাত করছেন। এই পরিস্থিতি অব্যাহত থাকলে সিলেটের রিকশা শ্রমিকরা অমানবিক কষ্টে নিপতিত হবে।

বিষয়টি অতীব জরুরী বিধায় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সিলেটের দরিদ্র রিকশা শ্রমিকদের সরকারি সাহায্যের আওতায় নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিটি মেয়রসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন রিকশা শ্রমিক নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.