Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০২১

দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে এ কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সমাজের অনিয়ম-দুর্নীতি, অসঙ্গতি তুলে ধরে মানব কল্যানে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে দৈনিক যায়যায়দিন। বর্তমানে সরকারের সকল প্রকার উন্নয়ন অগ্রযাত্রার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে যায়যায়দিন পত্রিকাটি আরও এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্বনাথ পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুর রুশন চেরাগ আলী ও বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।

যায়যায়দিন পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল জালাল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস ছালাম, কার্যনিবাহী সদস্য আশিক আলী, রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিশ্বনাথের সভাপতি সেলিম আহমদ, বিশ্বনাথ বণিক সমিতির সাবেক কমিশনার সোলেমান খান বাবুল, চাউলধনি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ ডেফোডিল অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাইম, যুবলীগ নেতা দবির মিয়া, জমির আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সাধারন সম্পাদক জুয়েল আহমদ, সদস্য শরীফ উদ্দিন, মিজানুর রহমানসহ ফেরামের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.