Sylhet Today 24 PRINT

নগরীতে প্রবাসী দুই ভাইয়ের খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ জুলাই, ২০২১

সিলেটে করোনা মহামারিতে কর্মহীন হয়ে পরা প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী দুই ভাই।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে নগরীর পাঠানটুলা, মদিনামার্কেট, কালীবাড়ি, জালালাবাদ ভাটা এলাকায় চাল, ডাল, আলু, পিয়াজ, রসুন, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রবাসী শামছুল ইসলাম ও মামুনুর রহমান।

তারা জানান, করোনার শুরু থেকেই অসহায় মানুষদের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে পাশে রয়েছেন। এরই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ঢেউয়েও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা শুধু সিলেটেই নয় সুনামগঞ্জেও করা হচ্ছে। যা পেয়ে মানুষ অন্তত একমাস চলতে পারবে। এই সহায়তা অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে এলে করোনাকালীন সংকট কাটিয়ে উঠতে পারবেন সকলেই বলে আশা তাদের।

উল্লেখ্য, এর আগেও করোনা পরিস্থিতির শুরু থেকেই বেশ কয়েকবার এই প্রবাসী পরিবার লকডাউনে অসহায় তাদের সিলেট ও সুনামগঞ্জে অবস্থিত বাড়ি ও ফ্লাটের ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া ১০ লক্ষ টাকা মওকুফ করেন।এর সাথে প্রায় ৫ হাজার কর্মহীন মানুষকে এক মাসের খাদ্য সহায়তাও প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.