Sylhet Today 24 PRINT

মুকির হোসেন চৌধুরীর ফ্রেণ্ড অব হিউমিনিটি এওয়ার্ড লাভ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ আগস্ট, ২০২১

করোনাকালীন বিপর্যস্থ মানুষের সহায়তা প্রদানের জন্য ‘ফ্রেণ্ড অব হিউমিনিটি এওয়ার্ড’ সম্মাননা পেলেন আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাই (আবহবিচ) এর প্রতিষ্ঠাতা, বর্তমান সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী। যুক্তরাজ্যভিত্তিক বৃটিশ বাংলাদেশী আইনজীবীদের সংগঠন ‘সোসাইটি অব বৃটিশ বাংলাদেশি সলিসিটার’ এর পক্ষ থেকে তিনি এই সম্মাননা অর্জন করেন।

মুকির হোসেন চৌধুরী করোনাকালীন শ্রমজীবী মানুষের সাহায্যার্থে নীরবে কাজ করেছেন। আর্থিক, খাদ্য ও চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে তিনি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। একই সাথে আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে, ফ্রেণ্ড অব হিউমিনিটি এওয়ার্ড প্রাপ্তির প্রতিক্রিয়ায় মুকির হোসেন চৌধুরী বলেন, কোনো সম্মাননা প্রাপ্তির জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াইনি। কাজ করেছি লোকচক্ষুর অন্তরালে। এই সহযোগীতার মধ্যে যে গভীর আনন্দ আছে, তা বলে বোঝানো যাবে না।

তিনি ‘সোসাইটি অব বৃটিশ বাংলাদেশি সলিসিটার’ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মাননা আমার মানবিক কাজের প্রেরণা হিসেবে সাহস যোগাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.