Sylhet Today 24 PRINT

সিসিকের মেয়রের কাছে ৬টি সংগঠনের মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ আগস্ট, ২০২১

২০২১-২২ অর্থবছরের সিলেট সিটি করপোরেশনের বাজেট বরাদ্দে প্রতিবন্ধীদের জন্য ২ কোটি টাকা বাজেট রাখার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান করেছেন প্রতিবন্ধী কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল ৩টায় মেয়রের সাথে মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, পুরো বিশ্বের মানুষ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। কোভিড-১৯ এর কারণে মহামারিতে সারাবিশ্ব বিপর্যস্ত হয়ে পড়েছে। করোনা মহামারি কারণে অসহায় হয়ে পড়েছে প্রতিবন্ধীরাও। প্রতিবন্ধীরা ঘর থেকে বের হওয়া দুষ্কর। তাদের খাদ্যসহ অতি প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান, সহায়ক উপকরণ সংগ্রহ বা রক্ষণাবেক্ষণ, ওষুধপত্র ইত্যাদি বিঘ্নিত হচ্ছে। যার ফলে তাদের শারীরিক ও সার্বিক অবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে।

প্রতিবন্ধীদের সার্বিক দিক বিবেচনা করে সিলেট সিটি করপোরেশনের আগামী অর্থবছরে প্রতিবন্ধীদের জন্য ২ কোটি টাকা বরাদ্দের জন্য মেয়রের প্রতি তারা আহ্বান জানান তারা। নেতৃবৃন্দের বক্তব্য শোনার পর প্রতিবন্ধীদের সার্বিক দিক বিবেচনা করে বাজেটে বরাদ্দ রাখবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়রের কাছে স্মারকলিপিতে নেতৃবৃন্দ পাঁচটি দাবী উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা আওতায় ৯-১২ মাসের খাদ্য রেশনের জন্য বাজেট বরাদ্দ রাখা, সিটি করপোরেশনের আওতায় সকল স্থাপনা গণপরিবহণে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিতকল্পে বাজেট বরাদ্দ করা, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ রাখা, তথ্য প্রযুক্তি বিষয়ক দক্ষতা বৃদ্ধির জন্য সার্পোটিভ টেকলোজি, এক্সএবেল বুকস এন্ড টেকলোজি ফান্ড গঠন, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বা তাদের অভিভাবক সংগঠনকে সুসংগঠিত করার জন্য কাজের ব্যাপকতা অনুযায়ী সিটি করপোরেশনের তহবিল থেকে প্রতিবছর ১ কোটি টাকা অনুদান প্রদানের জন্য বাজেট বরাদ্দ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির (দিদার), রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান এম. এ কাইয়ুম, সহ সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সিলেট ডিফারেন্ডলী এবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাছিব রাজা চৌধুরী, ওয়ার্কপার বেটার বাংলাদেশ ফাউন্ডেশন প্রজেক্ট অফিসার বিশ্বজিৎ, স্পোর্টস এসোসিয়েশনের সিলেটের সভাপতি জাবেদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.