Sylhet Today 24 PRINT

প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে সিলেটে চিত্র কর্মশালা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০২১

পরিবেশের উপর প্লাস্টিকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব বিষয়ে চিত্র কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আগামী শুক্রবার (১৭ সেপ্টেম্বার) সকাল ১০ টায় নগরের ৮ নং মনিপুরী রাজবাড়ী ( আয়েশা মেডিকেয়ারের বিপরীতে) চিত্রন চারুশিক্ষালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

 ফেলনা প্লাস্টিকের সাহায্যে কিভাবে শিল্পসৃষ্টি করা যায় তাই নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এতে আগ্রহী অংশগ্রহণকারীদের ০১৭১২৭৮৩২০৫ নাম্বারে ফোন করে নাম নিবন্ধন করতে হবে।

প্রদর্শনীর জন্য পরিবেশের উপর প্লাস্টিকের ভয়াবহ প্রভাব বিষয়ে কোয়ার্টার কার্টিজ পেপারে উন্মুক্ত মাধ্যমে চিত্রকর্ম জমা দিতে হবে।

চিত্রকর্ম জমা দেয়া ও ওয়ার্কশপের সময় শুক্রবার সকাল ১০ টা। ১০ থেকে তদূর্ধ্ব বয়সের যে কেউ এতে অংশ নিতে পারবে।

ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ ইউকে  ও এফআইভিডিবি'র উদ্যোগে এই কর্মশালার আয়োজন করছে চিত্রন চারুশিক্ষালয়।

জমা দেয়া ছবি ইউনিভার্সিটির ওয়েবম্যাগাজিনে প্রকাশিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.