Sylhet Today 24 PRINT

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ সেপ্টেম্বর, ২০২১

বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জাতি গোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায়, সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রyতি বাস্তবায়নের নিমিত্তে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের জন্যে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর উদ্বোধন করেন জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য।

অভিযান বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃপেশ পালের সঞ্চালনায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর বন্দর বাজারস্থ ব্রহ্ম মন্দিরে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, গোপিকা শ্যাম পুরকায়স্থ, অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, ফিলিপ বিশ্বাস, সদস্য সুনিল দেবনাথ, অকিল বিশ্বাস, রনজিত ধর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, চয়ন পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পঙ্কশ দাস, অরুন কুমার বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক অরবিন্দু বর্মন বিন্দু, অর্থ সম্পাদক অনুকুল সূত্রধর, সহ-অর্থ সম্পাদক হারাধন দেব প্রভাষ, সহ দপ্তর সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্য, প্রচার সম্পাদক ভানু লাল দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক সুমন গুপ্ত, টিটু ঘোষ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব চক্রবর্তী, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ধ্রyবজ্যোতি দে, সহ-প্রকাশনা সম্পাদক উত্তম ঘোষ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শংকর দাস শঙ্কু, সহ- আদিবাসী বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রাকু রায়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অমলেন্দু দে অমল, অরিজিত রায় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.