Sylhet Today 24 PRINT

বুদ্ধিজীবী দিবসে ছাত্র ইউনিয়নের স্কুলভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৫

চাকরি’র জন্য শিক্ষা নয়, মানুষ গড়ার শিক্ষা চাই- এই স্লোগানকে সাথে নিয়ে মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামি ১৪ ডিসেম্বর স্কুলভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

ছাত্র ইউনিয়ন সিলেট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়।

প্রতিযোগিতায় সকল ছাত্র-ছাত্রীর অংশগ্রহণের স্বার্থে ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে।

রচনা’র ক্ষেত্রে ক্যাটাগরি এ-তে রাখা হয়েছে ৮ম-১০ম শ্রেণির ছাত্রছাত্রীদের যাদের রচনা’র বিষয় “মহান বুদ্ধিজীবী দিবস-আমাদের ভাবনা”। ক্যাটাগরি বি-তে ৬ষ্ঠ-৭ম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য রচনা’র বিষয়, “আমাদের মুক্তিযুদ্ধ”।

চিত্রাঙ্কনে একই বিষয় “মহান মুক্তিযুদ্ধ”- ক্যাটাগরি এ-তে ৩য়-৫ম শ্রেণি এবং বি-তে ৬ষ্ঠ-৭ম শ্রেণি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

০১৭২৭-৪১৪ ৫৪৩ এ মোবাইল নম্বরে বার্তা পাঠিয়ে অথবা কল করে রেজিস্ট্রেশন করা যাবে।

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানো হয়েছে, প্রযুক্তি নির্ভরতার এই সময়ে এসে দেখা যায় যে, নতুন প্রজন্মের অনেকেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উদাসীন এবং তাদেরকে নানানভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।

তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহী করে তোলার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.