Sylhet Today 24 PRINT

ভবতোষ চৌধুরী স্মরণে ‘ভবমেলা’

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ নভেম্বর, ২০২১

সিলেটের প্রয়াত গণসংগীতশিল্পী ভবতোষ চৌধুরীর দশম মৃত্যুদিবস উপলক্ষে ‘ভবমেলা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া কর্মসূচিতে বিশিষ্টজনের আলোচনাসভা গণসংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, বাউলগান, পালাগান ও স্মৃতিচারণা হবে।

আমৃত্যু প্রচার বিমুখ থেকে মানবতা আর সাম্যবাদের গান গেয়ে নিরলসভাবে গণজাগরণ আর সমাজ সংস্কারের কাজ করে যাওয়া গণসংগীতশিল্পী কমরেড ভবতোষ চৌধুরীর ১৯ নভেম্বর ভবতোষ চৌধুরীর প্রয়াণ দিবস। এদিন স্মরণে করতে দিনব্যাপী ‘ভবমেলা’র আয়োজন করছে কমরেড ভবতোষ চৌধুরী স্মৃতি পরিষদ।

আজীবন সংগ্রামী, দৃঢ় প্রত্যয়ী ও  ত্যাগী এই গণ মানুষের শিল্পী আমাদের নতুন প্রজন্মের অনুপ্রেরণা। আপোষহীন এই শিল্পী সংগ্রামীর জীবন, কর্ম ও রচিত গণসংগীত নিয়ে বিশিষ্টজনের আলোচনার পাশাপাশি, সুনামধন্য শিল্পী ও সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে গণসংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, বাউলগান, ও পালাগান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.