Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি: |  ০৫ ডিসেম্বর, ২০২১

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জৈন্তাপুর উপজেলা সদরের স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।

আমিনুল ইসলাম সোহেল সভাপতি ও মো. সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

জৈন্তিয়া রাজার ঐতিহ্যবাহী ইরাদেবী মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৬৮ জন ভোটারের মধ্যে ২৫৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী কারেন। ত্রি-বার্ষিক নির্বাচনে ৬টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এতে সভাপতি পদে আমিনুল ইসলাম সোহেল (ঘোড়া) ১শত ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইলিয়াস মিয়া লিপু (আনারস) ৬১ ভোট পেয়ে পরাজিত হন। সহ সভাপতি পদে মো. মসকত আলী (গোলাপফুল) ১শত ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মামুনুর রশিদ (হারিকেন) ৮৫ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম (দোয়াত কলম) ১শত ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. সাব্বির আহমদ (ডাব) ৫৮ ভোট ও মো. শামীম আহমদ (বই) ৪৭ ভোট পেয়ে পরাজিত হন।

সহ সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম (উড়োজাহাজ) ১শত ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. শহীদুল ইসলাম (ক্রিকেট ব্যাট) ৭৪ ভোট পেয়ে পরাজিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে তাজুল ইসলাম হেলেন (মই) ১শত ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুস শুক্কুর (কলম) ৯০ ভোট পেয়ে পরাজিত হন। অর্থ সম্পাদক পদে মো. মাসুক আহমদ (ফুটবল) ১শত ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাজী মো. লিয়াকত আলী (সিলিং ফ্যান) ১শত ০৫ ভোট পেয়ে পরাজিত হন।

প্রচার ও প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হেসেন। সদস্য পদে মো. ইলিয়াছ জাবদ আফাং ও বিলাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে উপজেলা সদরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী মো. হায়দর আলী ও সদস্য সচিব জৈন্তাপুর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনার ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল আলম, বদর উদ্দিন পারভেজ, আব্দুল্লাহ আল-মামুন, ডা. আব্দুল মন্নান (মনা)।

স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ইয়াহিয়া, সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ইন্তাজ আলী, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, প্রবীন আওয়ামী লীগ নেতা সিরাজুল হক, ব্যবসায়ী ইলিয়াছ উদ্দিন (লিপু) জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, ইউপি সদস্য মনসুর আহমদ ও হুমায়ুন কবির।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী শাহ আলম, মো. আলতাফ হোসেন, মাস্টার জাহাঙ্গীর আলম, ব্যংকার রতন চন্দ্র ঘোষ ও রফিক আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.