Sylhet Today 24 PRINT

কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২১

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর কাজীটুলাস্থ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালিকের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. আবুল ফতেহ ফাত্তাহ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা সুলতানা ও কমলেশ মিস্ত্রির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুরশেদা রহমান চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাফিয়া খাতুন, নাসিমা খাতুন ফেরদৌসী, জামাল উদ্দীন, ফজলুর রহমান, পলি রানী, সূচনা দাস, সাহেদ আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী ফারজানা আফরিন নিহা, গীতা পাঠ করেন জয়শ্রী দাস।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.