Sylhet Today 24 PRINT

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৫

বিশ্বব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার কল্যাণে ও বিপন্ন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। একই ধারাবাহিকতায় সিলেট জেলা ইউনিট দুর্যোগকালীন সময়ে বিপন্ন মানুষের পাশে থেকে সেবায় অনন্য অবদান রেখে চলেছে। ইউনিটের সেবাধর্মী কার্যক্রমের পাশাপাশি যুব রেডক্রিসেন্ট সদস্যদের বিপন্ন মানুষের পাশে দাড়াঁনো ও তাদের সহায়তার ক্ষেত্রে সিলেট জেলা ইউনিট অনন্য উদাহরণ স্থাপন করেছে। আগামীদিনেও সকলের সহযোগিতায় কার্যক্রম আরও বেগবান হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার মাতৃমঙ্গল হাসপাতাল মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সভাপতি মনসুজ্জামান চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য সাইফুর রহমান খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সেক্রেটারী আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সুয়েব আহমদ, গৌতম চক্রবর্ত্তী, আজীবন সদস্য রফিকুর রহমান লজু, ডা. সুধাময় মজুমদার, আজিজুল হক মানিক, রুস্তম খান, ডা. এম এ গফুর, কিশোর ভট্টাচার্য্য জনি, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী (মুশফিক), শাহানা বেগম, রুবি ফাতেমা ইসলাম, আফজল হোসেন, তাজউদ্দিন খান আলম, বিপ্লব শ্যাম পুরকায়স্থ (সুমন), শেখ নাসির, আব্দুর রব হাজারী, মুফতি আব্দুল খাবির, নূরুল ইসরাম সুহেল, জাবেদ সিরাজ, শ্যামল চৌধুরী, আশফাক উদ্দিন আহমদ, আজাদুর রহমান সামাদ, গুলজার আহমদ জগলু, যুব প্রধান সায়মন মিয়া, নাজিম খান, তোফায়েল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ রনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.