Sylhet Today 24 PRINT

১৪-১৫ জানুয়ারি রামধা মাদ্রাসায় দস্তারবন্দী সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২১

পূর্ব সিলেটের অন্যতম প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাউত্তর মুহাম্মদপুর জামিয়া দ্বীনিয়া আসআদুল উলূম রামধার দস্তারবন্দী মহাসম্মেলন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

আগামী ১৪ ও ১৫ জানুয়ারি বিয়ানীবাজারের আলীনগরের ইউনিয়নের এই মাদ্রাসায় এই দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে বলে মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়েছে।

৬ যুগপূর্তি ও ৩২ সালা দস্তাবন্দী মহাসম্মেলনে দেশ-বিদেশের আলেম-ওলামারা অংশ নেবেন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি জানান, দ্বীনী এই মহাসম্মেলনে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবের আলেমরা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। এছাড়াও দেশের স্বনামধন্য বক্তারা দুইদিন ব্যাপী এই ইসলামী সম্মেলনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

যেকোনো তথ্য ও সহায়তার জন্যে দস্তারবন্দী মহাসম্মেলন ইন্তেজামিয়া কমিটির সভাপতি মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি মোবাইল ০১৭১২ ৭৩৪৮৫৭ এবং হাফিজ মাওলানা আইয়ুব আহমদ হরিপুরী মোবাইল ০১৭৪০ ৭২৪০৮৩ এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.