Sylhet Today 24 PRINT

দুই সংগঠনের দায়িত্বে শিরু

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ জানুয়ারী, ২০২২

একইদিনে জাতীয় দুই সংগঠনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের প্রাচীনতম লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবীর চৌধুরী শিরু। রোববার (১০ জানুয়ারি) হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।

এছাড়াও তিনি একইদিন ভ্রমণ ও পর্যটন খাতের সংগঠন বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিডি ইনবাউন্ড) এর পরিচালক হিসেবে মনোনীত হন।

গেল ৩০ ডিসেম্বর ২০২১-২৩ মেয়াদে হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে হাব সম্মিলিত ফোরাম সিলেট অঞ্চলের প্যানেল প্রধান হিসেবে নির্বাচিত হন জহিরুল কবীর চৌধুরী শিরু। তিনি এ পদে টানা তৃতীয়বার নির্বাচিত হন। আজ রোববার (১০ জানুয়ারি) নির্বাচিতদের বিভিন্ন পদে মনোনীত করা হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সহসভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয় শিরুকে।

এছাড়াও তিনি হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ “হাব” এর সিলেট জোনের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিডি ইনবাউন্ড) ২০২১-২০২৩ মেয়াদের জন্য  ১১ সদস্যের নতুন পরিচালনা পরিষদ ঘোষণা হয়। আজ রোববার  গঠিত কমিটিতে ল’ রিফরম অ্যান্ড পলিসি রিকমেন্ডেশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন জহিরুল কবীর চৌধুরী শিরু। সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে বিডি ইনবাউন্ডে পরিচালক মনোনীত হলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.