Sylhet Today 24 PRINT

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার সিলেটে সিপিবির বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক: |  ০৯ মার্চ, ২০২২

চাল, ডাল, তেল, চিনি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, দক্ষ ও দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্যমূল্যের দোকান চালু, মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙ্গা, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বৃহস্পতিবার (১০ মার্চ) সিলেটে বিক্ষোভ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা।

সিপিবি সিলেট জেলা সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান এক বিবৃতি জানিয়েছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত দেশব্যাপী হাটসভা, পথসভা, পদযাত্রা, সমাবেশ, বিক্ষোভের মাধ্যমে দাবি সপ্তাহ পালন করবে।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সিলেট সিটি পয়েন্টে (সিটি করপোরেশনের সামনে) এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্মসূচি সফল করতে পার্টির সকল স্তরের নেতা-কর্মীসহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.