Sylhet Today 24 PRINT

ইউপি সদস্য কাদিরের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

শান্তিগঞ্জ প্রতিনিধি: |  ১১ মার্চ, ২০২২

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, পাগলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি, চন্দ্রপুর জামে মসজিদের মোতোয়াল্লী, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব হাজী আবদুল কাদির ওরফে কাদির মেম্বার (৬৯) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পশ্চিম পাগলা ইউনিয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আজাদ হোসেনের বাবা।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন কাজি বাড়িতে (মরহুম কাদির মেম্বার সাহেবের বাড়ি) গিয়ে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় মন্ত্রী পূত্র সাদাত মান্নান অভি সাথে ছিলেন।

বিভিন্ন মহলের শোক:

প্রবীণ এই ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল হেকিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাল, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক চেয়ারম্যান মো. নূরুল হক, উপজেলা তাঁতী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য পদপ্রার্থী মুবিন সিদ্দিকী প্রমুখ।

শুক্রবার জুম্মার নামাজের পর পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের পরে চন্দ্রপুর জামে মসজিদের সামনে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তাকে দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.