Sylhet Today 24 PRINT

আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিত করা জরুরী

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৫

‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশের আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরী বলে মন্তব্য করেছেন।

স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর উদ্যোগে সংস্থাটির মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় আদমপুর বাজারের প্রকল্প কার্যালয়ে মানবাধিকার দিবসের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি খোইরোম ইন্দ্রজিত সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মনিপুরী সমাজ উন্নয়ন সংস্থা’র সভাপতি অরুণ কুমার সিংহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘তেতইগাঁও মৈরা পাইবী’ সংগঠনের সভানেত্রী সৌদামিনী শর্ম্মা, ইন্টিগ্রেটেড মনিপুরী এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক জনাব থিংগুজম হিরণ্ময় সিংহ।

সভার শুরুতেই দিবসটি উপলক্ষে একটি প্রবন্ধ উপস্থাপন করেন একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ। একডো’র প্রকল্প সংগঠক রতন সিনহার পরিচালনায় সভায় স্থানীয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সরকারকে দ্রুত একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।

এছাড়া দেশের বিভিন্ন অ লে বর্তমানে আদিবাসী জনগোষ্ঠীর যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে তা প্রতিরোধে সরকারকে আরও বেশি আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষাবিদ হরিকুমার সিংহ, থৌনাওজম শিল্পী, লৈচমবম দিগেন্দ্র সিংহ, কৈশাম আকাশ সিংহ প্রমুখ। সভায় উপস্থিত সকলে স্থানীয় আদিবাসীদের নিয়ে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ দিবস উদযাপন করায় আয়োজক সংস্থা একডো’কে ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.