Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে অসহায়দের খাদ্যসহায়তা দিয়েছে ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা

বিশ্বনাথ প্রতিনিধি: |  ১৯ এপ্রিল, ২০২২

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২৫টি গ্রামের ১৪৪টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

‘স্মৃতির ক্যানভাসে এসএসসি ৯৪ ব্যাচ’ রামসুন্দর সরকারি অগ্রগামি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি নিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের এ খাদ্য বিতরণ কার্যক্রম সমাপ্তি করা হয়। এর আগে গত শনিবার (১৬ এপ্রিল) থেকে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ২লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও ২ পেকেট লাচ্ছা সেমাই।

এদিকে খাদ্য সহায়তা ছাড়াও স্মৃতির ক্যানভাসে এসএসসি ৯৪ ব্যাচ’ রামসুন্দর সরকারি অগ্রগামি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের বাসিন্দা কিডনী রোগাক্রান্ত কৃতি ফুটবলার মো. শরিফের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.