Sylhet Today 24 PRINT

অ্যাস্ট্রোনমিকাল এ্যাসোসিয়েশনের সূর্য উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল এ্যাসোসিয়েশন ২০০১ সাল থেকে নিয়মিতভাবে সূর্য উৎসব এর আয়োজন করে আসছে।

ইংরেজি নতুন বছরের প্রথম দিন জানুয়ারির ১ তারিখে বাংলাদেশের অপ্রচলিত বা জনপ্রিয় নয় এমন জায়গাতে গিয়ে বছরের প্রথম সূর্যকে দেখানোর ব্যবস্থা করে সংগঠনটি।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল এ্যাসোসিয়েশন ২০১৬ সালের প্রথম সূর্য দেখাবে বঙ্গপসাগর এর একটি দ্বীপ বা বলা যেতে পারে কোন এক আইল্যান্ডে অথবা হতে পারে সেটা কোন এক চরও।

এ উপলক্ষ্যে আগ্রহীদের জন্যে তারা এক প্যাকেজ ঘোষণা করেছে- 
যাত্রা শুরু : ডিসেম্বর ৩০, ২০১৫ বুধবার সন্ধ্যা ৬ টা। সদরঘাট লঞ্চ ঘাট
যাত্রা শেষ : জানুয়ারী ২, ২০১৬ শনিবার সকাল ৭টা।
অংশগ্রহণ ফি : জনপ্রতি ৮,০০০ / আট হাজার টাকা মাত্র। স্কুল পড়ৃয়াদের জন্য ২৫% ছাড় বিদেশীদের জন্য ২০০ US$

রেজিস্ট্রেশন শুরু হয়েছে নভেম্বর ২৫, ২০১৫ থেকে।  

যোগাযোগ: অভিক প্রকাশনি, ৫১ আজিজ সুপার মার্কেট, শাহবাগ ঢাকা। ফোন ০২৯৬৬১০৬৬

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.