Sylhet Today 24 PRINT

আজীবন সম্মাননা পেলেন লোকসংগীতশিল্পী হিমাংশু গোস্বামী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০২২

লোকগানের অনন্য অবদানের আজীবন সম্মাননা পেলেন প্রখ্যাত লোকসংগীতশিল্পী হিমাংশু গোস্বামী।

গত ৫ জুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সেলিব্রেটিং দ্য সোল অব মিউজিক, বেঙ্গলি অ্যান্ড ইউরোপিয়ান ফোক ইন ফিউশন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

সিলেটের এই গুণী সংগীতজ্ঞ বর্তমানে প্রবাসে জীবনযাপন করেও বাংলার লোকসংগীতকে বর্হিবিশ্বে অনবরত পরিচিত করে তুলছেন। সংগীতে অবদানের জন্য নানা সময়ে তিনি অসংখ্য সম্মাননা পেয়েছেন।

স্যার রিচার্ড অ্যাটেনবোরো অস্কার বিজয়ী ছবিতে পণ্ডিত রবিশংকরের সুর দেওয়া গানেও তিনি কণ্ঠ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.