Sylhet Today 24 PRINT

বন্যার্তদের পাশে প্রবাসীর দিগন্ত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০২২

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অনলাইন নিউজ পোর্টাল প্রবাসীদের মুখপাত্র প্রবাসীর দিগন্ত সংবাদ এর আয়োজনে ও মালয়েশিয়া মারুফ গোল্ডেন রোজ এসডিএন বিএইচডি ও মেহদা এক্সিলেন্ট এসডিএন বিএইচডিসহ একাধিক ব্যক্তির সহযোগিতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) কোম্পানীগঞ্জের কাঠালবাড়ি, লম্বাকান্দি, নভাগী গ্রামে প্রবাসীর দিগন্তের যুগ্ম বার্তা সম্পাদক ইমরান মিয়া ও সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান মো. মুন্না মিয়ার নেতৃত্বে ৩২০ পরিবারের মধ্যে বিস্কুট, চিড়া, মুড়ি, গুড়, ঔষধ, ওরস্যালাইন, লাইফবয় সাবান ও নগদ অর্থ ৫শত টাকা করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীর দিগন্তের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল জলিল, থানার এএসআই ওলিউল হাসান, ঢাকার ব্যবসায়ী সেলিম আহমদ, স্থানীয় সাংবাদিক ফখর উদ্দিন, আকবর রেদওয়ান মনা, মাহমুদুল হাসান নাঈম, স্বেচ্ছাসেবক আমিনুর রহমান, সাজু আহমেদ, সাকিব আহমদ, সুলেমান মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.