Sylhet Today 24 PRINT

দুর্গম এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছে সিলেট ০৬-০৮ কমিউনিটি

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৬ জুন, ২০২২

সিলেটের বন্যার্ত অসহায় মানুষদের সহায়তা করার লক্ষ্যে কাজ শুরু করেছে সিলেটে ০৬-০৮ কমিউনিটি।

শুক্রবার (২৪ জুন) সিলেটের চেঙ্গারখাল ও পিয়াইন নদীর তীরে গড়ে উঠা গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের দুর্গম এলাকা বীর কুলি গ্রামের ১৪০ টি পরিবারকে সহায়তা প্রদান করার মধ্য দিয়ে কাজ শুরু করে তারা।

সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে তারা ৪ কেজি চাল, ৩কেজি আলু, ৩কেজি পেঁয়াজ, ১কেজি ডাল, ১লিটার সয়াবিন তেল, ১/২ কেজি লবণ, ২লিটার বিশুদ্ধ পানি, ৪পেকেট খাবার স্যালাইন, ১ প্যাকেট মোমবাতি এবং ২টি দিয়াশলাই প্রদান করে।

কমিউনিটির সদস্যদের মতে, এই বন্যায় যে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে তা শুধুমাত্র অনুভব করা যায়, বর্ণনা করা সম্ভব নয় । কাজ করতে গিয়ে আসলে আমরা যা দেখলাম মানুষ খুবই মানবেতর জীবন-যাপন করছে। আমরা সকল বন্ধুরা মিলে এই উদ্যোগটি গ্রহণ করেছি। দেশে এবং বিদেশে অবস্থানরত আমাদের ০৬০৮ এর সকল বন্ধুরা টাকা, পরিবহন, পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ও দেশের যেকোনো বিপর্যয়ে আমরা সবাই এক হয়ে কাজ করবো।

দুর্গম এলাকায় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কমিউনিটির সদস্যরা জানান, আমরা লক্ষ্য করেছি যে খুব কম মানুষই দুর্গম এলাকার বন্যার্তদের কাছে সহায়তা পৌঁছে দিতে সম্ভব হচ্ছেন। সেজন্যই ঐসব এলাকার বন্যার্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা দ্বিতীয় পর্যায়ে সহায়তা প্রদানের জন্য ফান্ড সংগ্রহ করছি।

দুর্গম এলাকার বন্যার্তদের কাছে এই সহায়তা পৌঁছে দিতে প্রথম দিনে সিলেট ০৬-০৮ কমিউনিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল, আমিক, মুন্না, রায়হান, কাইয়ুম, এরশাদ, সোহান,আজম, খালেদ, বাপ্পি, মামুন, তমা, তানজিদা, মুক্তার, তাশফিক, জমির, আলাউদ্দিন, সৌরভ এবং সালাউদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.