Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বন্ধুমহলের ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৬ জুন, ২০২২

সিলেট ও সুনামগঞ্জে হানা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন লাখ লাখ মানুষ। এদিকে কুশিয়ারার পানি বেড়ে যাওয়ায় ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় এখনও মানুষজন রয়েছেন আশ্রয়কেন্দ্রে। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সঙ্কট।

এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা ও সংগঠন বন্যার্তদের দিকে এগিয়ে দিয়েছে সহযোগিতার হাত। ব্যক্তি উদ্যোগেও করা হচ্ছে সহায়তা।

এই ধারাবাহিকতায় ফেঞ্চগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে  অনুদানে তহবিল গঠন করে বন্যাকবলিত মানুষের মাঝে দিনভর রান্না করা খাবার বিতরণ করা হয়। ৬০০ পরিবারের মধ্যে  বিতরণ করা হয়।

খাবার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন, বন্ধু মহলের  আলেক হোসাইন, লিমন, আবুবকর সিদ্দিক, শাহাবুদ্দীন আহমদ, রাহুল দাশ, শফি আহমেদ, মাজহারুল ইসলাম, মফিজুর রহমান, জাবেদ আহমদ, আলী আহমেদ রাজু, মান্না, শাহীন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.