Sylhet Today 24 PRINT

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডার মতবিনিময় সভা

নিউজ ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে “বাংলাদেশের নারী ও কিশোরীদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার অর্জন” প্রকল্প স্টেকহোল্ডার মতবিনিময় সভা গতকাল ২১ ডিসেম্বর নগরীর উপশহরস্থ মোনালিসা লেডিস টেইলার্স এন্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মিনার বেগমের সভাপতিত্বে ও সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সময় টিভি সিলেট অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক ইনচার্জ ইকরামুল কবির, জাতীয় যুব পদকপ্রাপ্ত এম.এ নাসির সুজা, সিলেট বিভাগ যুব পদক প্রাপ্ত ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক শাহীন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ফরিদা আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডাব্লিউসিসি’র প্রোগ্রাম অফিসার শৌল বৈরাগী, আল ইসলাহ সামাজিক সংস্থার সভাপতি মোঃ সিরাজুল আলম, সবুজ বাংলা সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি জাবেদুল ইসলাম দিদার, ছাদিকুর রহমান ছাদিক, শামসুল আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা আজ ঘরে বসে নেই। সরকারী ও বেসরকারি ভাবে নারীরা প্রশিক্ষণ গ্রহণ করে এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মী হয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন। এছাড়াও নারীরা সংগঠিত হয়ে অনেক সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। আজ নারীরা বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ জয়িতা এ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কার অর্জন করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.