Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় শহীদ মিনারে থিয়েটার ৭১’র বিজয় উৎসব উদযাপন

ডেস্ক রিপোর্ট |  ২২ ডিসেম্বর, ২০১৫

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে থিয়েটার ৭১'র উদ্যোগে অনুষ্ঠিত হল ৭১ বিজয় উৎসব ২০১৫। সংস্কৃতিকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে পুরো উৎসব।

গত সোমবার বিকাল ৪ টায় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শিশু কিশোরদের জাতীয় পতাকা গ্রহন ও সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয় এ বর্ণিল উৎসবের।

গণসঙ্গীত, পথনাটক, বাউল গান, ছড়া আর সিলেটের শিল্পীদের একক পরিবেশনায় পুরো উৎসব জুড়ে ছিল বিজয়ের ঢেউ।

থিয়েটার ৭১'র পরিবেশনা- ‘দূর হ কুলাঙ্গার’ নাটকটিতে সমসাময়িক ঘটনার চিত্র ফুটে উঠে নিপুণভাবে। জাফর ওবায়েদের রচনা ও প্রিন্স সদরুজ্জামানের নির্দেশনায় নাটকটিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন জামাল আহমদ, বাদশা গাজী, আঙ্গুর মিয়া, শরীফ তুহিন, মেহেরুন ওয়াহিদ, আল-আমিন।

এ ছাড়াও এডভোকেট রাজ উদ্দিন আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কয়েছ গাজী, ভবতোষ বর্মণ রানা, অনিল কিষাণ সিংহ,এ কে শেরাম, আল আজাদ, এনায়েত হাসান মানিক, অধ্যক্ষ শামছুল ইসলাম ভাস্বর, রঞ্জন দাস, আমিরুল ইসলাম চৌধুরী, নিরঞ্জন দে যাদু, জুবের খান, রজত কান্তি গুপ্ত প্রমুখের সরব উপস্থিতি ছিল পুরো অনুষ্ঠান জুড়ে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.