Sylhet Today 24 PRINT

নালিউরি সরকারি বিদ্যালয়ে উন্নয়ন কাজের উদ্বোধনে নাহিদ এমপি

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০২২

সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার দেশের সকল শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সকলের জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উপবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উৎসাহিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশে শিক্ষার হার বেড়েছে।

তিনি শুক্রবার বিকেলে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেনী এপিল-এর সহযোগিতায় ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) কর্তৃক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যখাতে এনজিওদের অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, আইডিয়া সিলেটের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আইডিয়ার উদ্যোগে নালিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন কাজের কারণে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ হবে। এজন্য তিনি আইডিয়া ও পেনি এপিলকে ধন্যবাদ জানান।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মৌসুমী মান্নানের সভাপতিত্বে এবং কলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, সনাক সিলেটের সভাপতি সমিক শহিদ জাহান, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজজামান লাভলু, এটিও জহিরুল ইসলাম, ময়নুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, নালিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মিছবাহ উদ্দীন, নালিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, নালিউরি জামে মসজিদের মোতাওয়াল্লী খবির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ এহতেশামুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন আইডিয়ার মানব সম্পদ ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান ও প্রকল্প কর্মকর্তা তারেকুল ইসলাম।

পরে প্রধান অতিথি বিদ্যালয়ের উন্নয়ন কাজ ঘুরে দেখেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে ফলের গাছ রোপণ করেন।

পেনী এপিল এর সহযোগিতায় আইডিয়া নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন কক্ষ বিশিষ্ট ওয়াশ ব্লক, পুরাতন টিনশেড ভবনের সংস্কারসহ রঙ করা, অফিস রুমের টাইলস ও ফাইল কেবিনেট তৈরি, ড্রেন, ওয়াশ ব্লকের সাথে স্কুলের সংযোগ সড়ক ও চালা, লাইব্রেরির জন্য প্লাস্টিক চেয়ার এবং বাগান করে দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.