Sylhet Today 24 PRINT

সিলেটে ‘ব্যবসায়ীদের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা’ সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেট নগরীতে নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাদ মাগরিব রায়নগর সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬ জন ব্যবসায়ী অংশ নেন।

বিচারকের দায়িত্ব পালন করেন এবং বক্তব্য দেন মাদানিয়া কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষণ সম্পাদক ও পশ্চিম সোনারপাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূর আহমদ কাসেমি, জামেয়া দারুল কুরআন সিলেটের মুহাদ্দিস ও রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফ আহমদ চৌধুরী এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সহসভাপতি মাওলানা আবিদ হাসান।

সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ভারপ্রাপ্ত মুতাওয়াল্লি হাজী আব্দুল জলিল কেরল, নাসিহা ফাউন্ডেশনের অন্যতম অভিভাবক আলহাজ্ব আব্দুর রকিব রকু, লেখক রফিকুর রহমান লজু, নাসিহা ফাউন্ডেশনের অন্যতম সদস্য ব্যবসায়ী আব্দুল কাইয়ূম, হাফিজ হাসান আহমদ, আব্দুস সবুর সাবির প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন হলে 'নাসিহা রজনী' অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে হাদিয়া বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.