Sylhet Today 24 PRINT

বলদি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের সভাপতি (বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল), প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য পরিবার ও সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবার পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। গরীব অসহায় মানুষ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে কাজ করছে, গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবার মান বাড়াতে কমিউনিটি ক্লিনিক কাজ করছে। তাদের কার্যক্রম প্রশংসিত। এই সেবা পর্যায়ক্রমে আরও বেগবান হবে।

তিনি আরও বলেন, উচ্চ রক্তচাপের রোগীদেরকে লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বলদি কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে ও ক্লিনিক সিএইচসিপি নজরুল ইসলামের পরিচালনায় এ সময় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিবিএইচসি ডা. মো. আব্দুল কাইয়ুম তালুকদার, কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের জাহান পারভিন, সিলেট সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিবার পরিকল্পনা অফিসার ডা. মঈনুল আহসান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. রুবাইয়া আহমদ ও মেডিকেল অফিসার এমডিসি ডা. আবু সালমান মুহাম্মদ সাইফুল ইসলাম, হার্ট ফাউন্ডেশনের হাইপার টেনশন প্রোগ্রাম রিলেটেড অফিসারবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট কমিটির সহসভাপতি সাংবাদিক শরীফ আহমদ, কমিউনিটি ক্লিনিকের সদস্য ও বলদি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাজিয়া খানম, মাওলানা জিলাল আহমদ, জিহাদ উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, ওয়ারিছ আলী, কমিউনিটি গ্রুপের সদস্য সাজ্জাদ মিয়া, এমদাদ হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.