Sylhet Today 24 PRINT

সুরমা খেলাঘর আসরের কবি দিলওয়ারের জন্মদিন পালন

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৬

কবি দিলওয়ারের ৮০তম জন্মদিন উপলক্ষে সুরমা খেলাঘর আসরের আয়োজনে পালিত হল কবির জন্মদিন।

কবির জন্মদিন উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ অস্থায়ী কার্যালয়ে দিলওয়ারের নিজ হাতে গড়া সংগঠন সুরমা খেলাঘর আসরের সভাপতি দীনবন্ধু পালের সভাপতিত্বে ও কবি ধ্রুব গৌতমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক কবি অঞ্জন পাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তুহিন কান্তি ধর, তপন চৌধুরী টুটুল, নন্দ কিশোর রায়।

এছাড়াও বক্তব্য রাখেন রমাপদ ভট্টাচার্য, রবীন্দ্র ভট্টাচার্য, কনৌজ চক্রবর্তী বুলবুল, ডাঃ এম.জি কিবরিয়া, গোবিন্দ লাল দেবনাথ, সিরাজ উদ্দিন শিরুল, প্রবাস দেব, গোলাম রাব্বি চৌধুরী, রজত রায়, দেবব্রত চৌধুরী লিটন।

কবি দিলওয়ার কে নিয়ে জন্মদিন উপলক্ষে নিবেদিত লেখা পাঠ করেন চন্দ্র শেখর দেব, অজিত রায় ভজন, সুপ্রিয় ব্যানার্জি শান্ত, সুমন বনিক, বিমান তালুকদার, সুজন সরকার, দীপক শীল, প্রদীপ কর, সবুজ দাস প্রমুখ।

এসময়ে বক্তারা বলেন বাংলা সাহিত্যের শক্তিমান কবি বহুমুখী প্রতিভার অধিকারী কবি দিলওয়ার বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এর ফলশ্রুতিতে কবির সৃষ্টি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পাঠ্য হিসাবে পরিগণিত। এছাড়াও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে কবির বিখ্যাত কবিতা ' রক্তে আমার অনাদি অস্থি ' পাঠ্যক্রম ভুক্ত রয়েছে। এসকল কারণে একুশে পদক তার যোগ্য সম্মান।

অনুষ্ঠানে বক্তারা সিলেটের প্রাণকেন্দ্রে কীন ব্রিজের প্রবেশ পথে কবি দিলওয়ারের আবক্ষ প্রতিকৃতি নির্মাণের জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়াও বক্তারা সিলেটের সকল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতিকৃতি স্থাপনের জোর দাবি জানান।

সভায় সর্ব সম্মতিক্রমে রবীন্দ্র ভট্টাচার্যকে চেয়ারম্যান ও কবি ধ্রুব গৌতমকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সুরমা খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.