Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্র ইউনিয়নের সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৬

সিলেটে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস পালন করেছে ছাত্র ইউনিয়ন। দিনটি উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে শুক্রবার সকাল ৯ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি আন্দলনে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সপ্তর্ষি দাস,সহকারী সাধারণ সম্পদক দিপংকর দাসগুপ্ত, কোষাধ্যক্ষ রনি দাস, সমাজকল্যাণ সম্পাক রনি সেনাপতি, স্নেহা, নাবিল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্র ইউনিয়ন নেতারা জানান, মুক্তিযুদ্ধের বিজয়ের এক বছরের মাথায় স্বাধীন বাংলাদেশে ছাত্র মিছিলে প্রথম পুলিশি গুলিবর্ষন ও ছাত্র হত্যার ঘটনা ঘটেছিল ১৯৭৩ সালের ১ জানুয়ারি। সেদিন শহীদ হয়েছিলেন মতিউল ইসলাম এবং মীর্জা কাদেরুল ইসলাম। মিছিলটি ছিল ডাকসু ও ছাত্র ইউনিয়নের ঘোষিত ‘ভিয়েতনাম দিবসের’ সংহতি মিছিল। এর পর থেকে এই দিনটিকে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস হিসেবে পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.