Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে রোটারী ক্লাব অব রিজেন্সীর শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৬

কোম্পানীগঞ্জের খাগাইলবাজারস্থ দলইরগাওসহ বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিভিন্ন সামাজিক কার্যক্রমের অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে শীতের কম্বল ও সোয়াটার বিতরণ করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাও দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ইংরেজি নববর্ষ ২০১৬‘র প্রথম দিনে গত শুক্রবার শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল মতিন এমপিএইচএফ।

প্রধান অতিথির বক্তব্যে রোটারী রিজেন্সীর প্রেসিডেন্ট বলেন, সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। বিভিন্ন স্থানে থাকা অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া সুখী-সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব নয়। তাই সমাজ ও মানুষের মানোন্নয়নে রোটারিয়ানরা নিজস্ব অর্থ ও শ্রমকে কাজে লাগিয়ে নিয়মিত সাহায্যের হাত প্রসারিত করে আসছেন।

দলইরগাও দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহেদ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মো. মোসাদ্দেক হোসাইন, রোটারিয়ান ইশতিয়াক আহমদ চৌধুরী, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. আমিনুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান তানভীর আহমদ, ট্রেজারার রোটারিয়ান মো. এনামুল হক, ডিরেক্টর রোটারিয়ান ইঞ্জিনিয়ার হাসিব আহমদ, রোটারিয়ান শ্যামল অধিকারী আরএফএসএম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলইরগাও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মখলিছুর রহমান, সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর, কোষাধ্যক্ষ এম. আব্দুল খালিক, সিরাজ উদ্দিন, মোস্তফা মিয়া প্রমুখ।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করা উচিত। কেননা সকলের আন্তরিকতা ও সচেতনতার মাধ্যমেই সমাজ উন্নয়নে বিরাট ভুমিকা রাখা সম্ভব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.