Sylhet Today 24 PRINT

সরকারি শিশু পরিবারের সাথে লিভিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের ইফতার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ এপ্রিল, ২০২৩

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতিষ্ঠার শুরু থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সোমবার (১০ই এপ্রিল) সিলেট নগরীর রায়নগরে অবস্থিত সরকারি শিশু পরিবারে লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে 'ইফতার শেয়ারিং ২০২৩' অনুষ্ঠিত হয়েছে।

সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য এ ক্লাবের সদস্যের দ্বারা পরিচালিত আলো স্কুল (রায়নগর) এবং আলো স্কুল (বাগবাড়ি) এর ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী এবং নগরীর বিভিন্ন পয়েন্টের এক শতাধিকেরও বেশি অসহায় মানুষের জন্য ইফতারের আয়োজন করে লিডিং ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব।

ইফতার অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাবের এই ভিন্নধর্মী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

এতে লিডিং ইউনিভার্সিটির প্রক্টর রানা এম. লুৎফর রহমান পীর, ক্লাবের উপদেষ্টা মিসেস রুম্পা শারমিন, সহ-উপদেষ্টা ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তীসহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.