Sylhet Today 24 PRINT

সিলেটে আইনজীবীদের সঙ্গে অরূপ রতন চৌধুরীর মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০২৩

মাদক দ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী সিলেট বারের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১৫ মে) আইনজীবী বার হলে গিয়ে আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শেষে বার হলে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, ফয়জুল হক সেলিম, মাহফুজুর রহমান, সিনিয়র সদস্য সামছুল ইসলাম, মোস্তফা শাহীন চৌধুরী, সালেহ আহমদ হীরা, সমিতির সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সাবেক সহ সম্পাদক ইকবাল আহমদ, নজরুল ইসলাম, সহ-সম্পাদক নাদিম রহমান, এএইচ ওয়াসিম, দিদার আহমেদ, আবু তাহের, খোকন দত্ত, আবু তাহের, মোস্তফা দেলোয়ার আজহার, সাঈদ আহমদ, মোস্তাক আহমদ, তাজ রিহাব তাজ, জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম, প্রবাল চৌধুরী পূজন, নারগিস আক্তার, রোকেয়া বেগম গোলাম আজম, জাবেদুল হক জাবেদ, আব্দুস সামাদ প্রমুখ।

ড. অরূপ রতন চৌধুরীর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী, মাদক দ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা মুহিবুর রহমান কিরণ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মিহির মোহন, সিলেট মহানগর শাখার প্রচার সম্পাদক আজাদ আহমেদ, সাবেক ছাত্রনেতা মানস সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক মেম্বার সমর দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.