Sylhet Today 24 PRINT

আইনজীবী সমিতির নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৬

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। 

সমিতির ২০১৬ সনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের নির্বাচন কর্মকর্তা এডভোকেট অঞ্জন দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের নাম চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন আখতার হোসেন খান ও এ.কে.এম. শমিউল আলম।

সহ সভাপতি-০১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশেষ কর ও মো. আখতার বক্স জাহাঙ্গীর। সহ সভাপতি-০২ পদে ওলি উল্লাহ মারুফ, মো. আনোয়ার হোসেন ও মো. জহুরুল ইসলাম।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন মো. কামাল হোসেইন, মো. ফজলুল হক সেলিম, মো. বেলাল উদ্দিন, শাহ আশরাফুল ইসলাম (আশরাফ)এবং হোসেন আহমদ।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন জোহরা জেসমিন, দেলোয়ার হোসেন দিলু, মো. জোবায়ের বখত জুবের এবং মো. ফজলুল হক।

সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন আহমদ ওবায়দুর রহমান (ফাহমি,ইমরান আহমদ, মো. জয়নুল হোসেন রুবেল এবং সাহেদ আহমদ।

নির্বাচন কর্মকর্তা পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন গিয়াস উদ্দিন চৌধুরী, মো. কামরুজ্জামান এবং মুহাম্মদ মাহবুব হুসাইন।

সমাজ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন আজাদ আহমদ, মাছুম আহমদ এবং মো. খালেদ আহমদ (জুবায়ের।

লাইব্রেরী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন বিদ্যুৎ কুমার দাস (বাপন, মো. মাশহুদ আহমদ (মহসিন)এবং মোহাম্মদ বদরুল ইসলাম (জাহাঙ্গীর।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন আক্তার উদ্দীন আহমদ টিটু, জেবুন নাহার সেলিম, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন,ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, তাজুল ইসলাম, মামুন আহমদ শিকদার, মো. আজিজুর রহমান, মো. আত্তর আলী, মো. আলিম উদ্দীন, মো. আহমদ আলী, মো. এখলাছুর রহমান, মো. ওবায়দুর রহমান, মো. মনির উদ্দিন, মো. মুজিবুর রহমান, মো. সিরাজুল হক, মুহাম্মদ মুহিউদ্দিন, মোহাম্মদ আবু তালেব মিয়া, শামিম আহমদ সিদ্দিকী, সুজিত কুমার বৈদ্য।

ঘোষিত তপসিল অনুযায়ি আগামী ১৪ই জানুয়ারি ২০১৬, রোজ বৃহস্পতিবার সকাল ১০-০০ ঘটিকা হইতে বিকাল ৪-৩০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ০২ নম্বর হলের ০২য় তলায় লাইব্রেরী কক্ষে ভোট গ্রহণ করা হবে এবং আগামী ২১ জানুয়ারি, ২০১৬ রোজ বৃহস্পতিবার, বেলা ২-০০ ঘটিকার সময় ০২ নম্বর হলে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হইবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.