Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

তাহিরপুর প্রতিনিধি |  ২৮ মে, ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু কনফারেন্স রুমে সভায় সভাপতি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, ওসি তদন্ত কাওসার আহমদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাশুক মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, আওয়ামী লীগ নেতা অনুপম রায়, যুবলীগ নেতা আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজন চন্দ্র প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তা ও কর্মচারীগনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.