Sylhet Today 24 PRINT

প্রান্তিক শিক্ষার্থীদের মধ্যে একডোর শিক্ষা সহায়তা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০২৩

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেছেন, শিক্ষা ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না। তাই শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যেতে হবে এবং মন দিয়ে পড়াশোনা করতে হবে। তাই তিনি অভিভাবকদের সন্তানদের শিক্ষা গ্রহণের ব্যাপারে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।

এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) কর্তৃক সিলেট সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত বিদ্যালয়ের ভর্তি ফি, মাসিক ফি প্রদানের অভিভাবকদের অংশ পরিশোধ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ।

তিনি বলেন, Secondary Education Support for Marginalized Students (SESMS) প্রকল্পটি নরওয়ের দাতা সংস্থা হেই ভারডেন এর সহযোগিতায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি সিলেট জেলায় শুধুমাত্র চা-শ্রমিক, পাত্র এবং মনিপুরী জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় পরিচালিত হবে। এ প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকার মনিপুরী, পাত্র, চা-শ্রমিক জনগোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এসএসসি পর্যন্ত (২০২৩-২০২৭ সাল পর্যন্ত) বিদ্যালয়ের ভর্তি, মাসিক টিউশন ফি ও অন্যান্য শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের শিক্ষার মান বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে ২৫ জন চা-শ্রমিক, পাত্র ও মনিপুরী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.