Sylhet Today 24 PRINT

জামালগঞ্জ মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ০৮ জানুয়ারী, ২০১৬

জাতীয় অর্থনীতিতে নারী অবদানের স্কীকৃতি চাই,অধিকার প্রয়োগের নিশ্চয়তা চাই এ শ্লোগানে জামালগঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদের সম্মেলন অনুষ্টিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১ টায় জাতীয় সংঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বাংলাদেশ মহিলা পরিষদের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্টান শুরু হয়।

উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী শেখ আয়শা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্রাচার্য।

কিশোরী মিতু ও শ্রাবনীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ,গনমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার,উপজেলা মহিলা পরিষদের সহ সভাপতি মাধবী পাল চৌধুরী, দীপশ্রী তালুকদার,সাধারন সম্পাদক হিরামন আক্তার, সহ সাধারন সম্পাদক খালেদা আক্তার, লিগ্যাল এইড সম্পাদক হোসনে আরা বেগম প্রমুখ।

প্রধান অতিথি বলেন,মহিলা পরিষদ নারী অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় নারী অধিকার নিশ্চিত করা সহ জাতীয় অর্থনীতিতে নারী অবদানের স্কীকৃতি চাই, অধিকার প্রয়োগের নিশ্চয়তার দাবী নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে থেকে জামাত,সামাজ্যবাদ,জঙ্গীবাদ বন্ধ কর করতে হবে। নারী সমতায় জয় গান গাই, আসুন পুরুষতন্ত্রবাদ বাদ দিয়ে নারী বান্ধব সমাজ গড়ে তোলার দাবী জানানো হয়। 

আলোচনা শেষে শেখ আয়শা বেগমকে সভাপতি, হিরামন আক্তারকে সাধারন সম্পাদক, দিপশ্রী তালুকদার, মাধবী পাল চৌধুরী, নেহার চৌধুরী, আরিফা বেগমকে সহ সভাপতি,খালেদা আক্তারকে সহ সাধারন সম্পাদক, আলেয়া বেগমকে সাংগঠনিক সম্পাদক, মনিরা বেগমকে কোষাধ্যক্ষ ও হোসনে আরা বেগম কে লিগ্যাল এইড সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.