Sylhet Today 24 PRINT

সুনাদ তবলা একাডেমির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০২৩

সুনাদ তবলা একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী তবলা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) সিলেট জেলা শিল্পকলা একাডেমির চিত্রশালায় দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন সিলেটের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও গীতিবিতান বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী অনিমেষ বিজয় চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনাদ তবলা একাডেমির উপদেষ্টা শ্রী পংকজ কান্তি দত্ত ও প্রতিষ্ঠাতা ও পরিচালক গৌতম গোস্বামী বাপ্পী।

শনিবার (৮ জুলাই) কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন প্রান্ত আচার্য্য।

দুই দিনব্যাপী তবলা কর্মশালার প্রশিক্ষক ছিলেন দেশবরেণ্য প্রথিতযশা তবলাবাদক শ্রী পল্লব সান্যাল।

কর্মশালায় বিভিন্ন তাল ও কায়দা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

তবলা প্রশিক্ষণে প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সবশেষ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করেন কর্মশালার প্রশিক্ষক ও অতিথিবৃন্দ।

সিলেট জেলা কালচালার অফিসার অসিত দাশ গুপ্তের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুইদিনব্যাপী আয়োজিত কর্মশালার সমাপ্তি ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.