Sylhet Today 24 PRINT

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ আগস্ট, ২০২৩

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ শ্রী শ্রী ব্রহ্ম মন্দিরে অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিলেট মহানগরের আওতাধীন দায়িত্ব প্রাপ্তদের দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি সমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেয়া হয়। আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আগামী সেপ্টেম্বর মাসে বাৎসরিক প্রতিনিধি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে ২৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পরিষদের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর অবসর সিআর দত্তের ৪র্থ প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য একই স্থানে আয়োজিত স্মরণ সভায় পরিষদের সকল সদস্যবৃন্দ সহ সিলেটের অনুরাগী সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি শ্যামল কান্তি ধর, প্রদীপ কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, মনোজ কান্তি দত্ত মুন্না, সহ কোষাধ্যক্ষ চন্দ্র শেখর দে চপল, দপ্তর সম্পাদক হারাধন দেব প্রভাষ, সহ দপ্তর সম্পাদক যীশু কৃষ্ণ দেব জনি, সহ প্রচার সম্পাদক আশীষ দে, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক রথীন্দ্র লাল দাস ভক্ত, সহ সাংস্কৃতিক সম্পাদক রকি দেব, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক হরিপদ দাস, সহ মহিলা সম্পাদিকা পরাগ রেণু দেব তমা, পূজা সম্পাদক অমর চন্দ্র দত্ত, সহ পূজা সম্পাদক অখিল সরকার, মোগলাবাজার শাখার সভাপতি মনমোহন দেবনাথ, এয়ারপোর্ট শাখার সভাপতি নান্টু রঞ্জন সিংহ, সম্পাদক ভৈরব চন্দ্র নাথ, দক্ষিণ সুরমা সভাপতি দীপঙ্কর দাস, সম্পাদক নিখিল মালাকার, কোতোয়ালী থানা সভাপতি অরবিন্দু দাস গুপ্ত বিভু, সম্পাদক উত্তম ঘোষ, কার্যনির্বাহী সদস্য বিধান পাল, অরুণ দে, লিটন পাল, সমীরণ কুমার নাথ, বিপ্লব কর্মকার, তরুণ কান্তি পাল, সুবিনয় আচার্য্য রাজু, পল্টন রায়, খোকন চন্দ্র পাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.