Sylhet Today 24 PRINT

তালামীযের মীলাদুন্নবী র‍্যালি বুধবার; নগরীতে প্রচার মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ সেপ্টেম্বর, ২০২৩

ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেট, বুধবার (২৭ সেপ্টেম্বর) নগরীতে র‌্যালি বের করবে।

সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০টায় জমায়েত হয়ে র‌্যালি পূর্ববর্তী আলোচনা সভার পর বাদ যোহর র‌্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র‌্যালিকে সফল ও সার্থক করতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে র‌্যালি বাস্তবায়ন কমিটি।

আয়োজকরা র‌্যালিতে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করছেন। র‌্যালিতে নেতৃত্ব দেবেন শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র সুযোগ্য ছাহেবজাদাগণ, আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে র‌্যালি সফল করতে ২৫ সেপ্টেম্বর, সোমবার, বিকেলে সিলেট নগরীতে মোটর সাইকেল যোগে প্রচার মিছিল করেছে সংগঠনের র‍্যালি বাস্তবায়ন কমিটি। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিকে সফল করতে র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ হোসাইন ও সদস্য সচিব আতিকুর রহমান সাকের সর্বস্তরের আশিকে রাসূল ছাত্র-জনতার উপস্থিতি কামনা করেছেন।

এছাড়াও সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করেছেন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.