Sylhet Today 24 PRINT

কুড়িগ্রামে কবি রাধাপদ রায়ের ওপর হামলায় সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০২৩

কবি রাধাপদ রায়। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের মরমীকবি রাধাপদ রায়ের উপরে হামলার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

বুধবার (৪ অক্টোবর) জেলা সংসদের সাধারণ সম্পাদক এন এইচ প্রান্তিকের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সন্দ্বীপ দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মুরারিচাঁদ কলেজ সংসদের সভাপতি পংকজ চক্রবর্তী জয়, দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মিজু আহমেদ কামরান, ছাত্রনেতা কবি মিজবাহ জামিল।

এছাড়াও সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সমাজকর্মী শাহ সিকান্দার শাহ শাকির এবং সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার অন্যতম নেতা সন্দ্বীপন শুভ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কুড়িগ্রামে রাধাপদ রায়ের উপরে হামলা মূলত বাঙালি সংস্কৃতির উপরে হামলা। রাধাপদ রায়কে নির্যাতনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সংস্কৃতিজনের ওপর হামলা নির্যাতনের ঘটনা ঘটছে। কিছুদিন আগেও দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পী ও নাট্যকর্মীর ওপর হামলা, বাউলের বাদ্যযন্ত্র ও পাণ্ডুলিপিতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যার কোনোটিই রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোযোগ আকর্ষণ করতে পারেনি। হামলায় জড়িতদের সুষ্ঠু বিচারসহ সারাদেশে সংগঠিত সকল সাম্প্রদায়িক হামলার বিচার দাবি করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.