Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে ফ্রি চক্ষু শিবির

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৬

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দেশের দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই ক্লাব বিনামূল্যে চক্ষু শিবিরের মাধ্যমে দরিদ্র মানুষের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে তা একটি মহৎ কাজ। মানব সেবায় যারা ব্রত থাকেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকে। এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৬ জানুয়ারি শনিবার সকালে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে, নগরীর ভার্থখলাস্থ সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন মিসেস হেলেন আহমেদের সভাপতিত্বে ও লায়ন্স ক্লাব অব সিলেটের সেক্রেটারি লায়ন ডাঃ শাহজাহান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে অধ্যক্ষ শামসুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক মুহিবুর রহমান।

বক্তব্য রাখেন জেলা ৩১৫ বি-১, বাংলাদেশ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশানলের রিজিওন চেয়ারম্যান লায়ন্স আসমা কামরান, আরসি লায়ন নাজনিন হোসেন। উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) ছাহাবুল ইসলাম, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার লায়ন খায়রুন নেছা শেলি, লায়ন শেফালী বেগম, দৈনিক সিলেট সুমার স্টাফ ফটো সাংবাদিক এম.এ খালিক, লিও ক্লাবের আশরাফুল, শাওন, জাকির, জামি, সাহেল জুনেদ, ইতি, রাসেল, দাইয়ান, ইমরান ও দুর্জয় প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলী হায়দার জামি।

দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে প্রায় সাত শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা শেষে ৭০ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.