Sylhet Today 24 PRINT

গবেষক প্রফেসর নন্দলাল শর্মা ‘আহবাব স্বর্ণ পদকে’ ভূষিত

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২৪

প্রখ্যাত গবেষক-শিক্ষাবিদ প্রফেসর নন্দলাল শর্মাকে কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক-২০২৪-এ ভূষিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৭ বর্ষের বার্ষিক সাধারণ সভায় তার হাতে স্বর্ণপদক তুলে দেন দেওয়ান আহবাব স্বর্ণপদক ব্যবস্থাপনা কমিটির সভাপতি, কেমুসাস-এর সাবেক সভাপতি, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী।

সাহিত্য সংসদের সভাপতি এম.এ.করিম চৌধুরীর সভাপতিত্বে সাহিত্য সংসদের নিজস্ব মিলনায়তন শহিদ সোলেমান হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় স্বর্ণপদক গ্রহণ করে অনুভূতি ব্যক্তকালে প্রফেসর নন্দলাল শর্মা বলেন, আমার মনে হচ্ছে যোগ্যতা নয়, ভালোবাসার বিচারেই আমি দেওয়ান আহবাব স্বর্ণপদক লাভ করেছি। দেওয়ান আহবাব আমাদের গর্ব। তবে এই পদকের মর্যাদা রক্ষার জন্যে আমি আমার লেখালেখি গবেষণা অব্যাহত রাখবো।

সভায় কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন দেওয়ান আহবাব চৌধুরীর পৌত্র, যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশ সলিসিটর সোসাইটির সাবেক প্রেসিডেন্ট দেওয়ান চৌধুরী মাহদি।

দেওয়ান আহবাব স্বর্ণপদক ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব সেলিম আউয়ালের পরিচালনায় স্বর্ণপদক হস্তান্তরকালে মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু, কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, লাইব্রেরি সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, পুরস্কার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, পদক ব্যবস্থাপনা কমিটির সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.