Sylhet Today 24 PRINT

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো অপ্রতিরোধ্য

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ মার্চ, ২০২৪

একটি হলেও বৃক্ষরোপণ করবো, জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রানে। এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘অপ্রতিরোধ্য’’ ।

গত শুক্রবার (৮ মার্চ) সংগঠনের সদস্যরা মিলে উক্ত কর্মসূচি পালন করে তারা।

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম বিষ্ণুপুর। সেই গ্রামেই সংগঠনটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৯ই জানুয়ারি বিষ্ণুপুর গ্রামের কিছু নবীন শিক্ষার্থীরা মিলে সংগঠনটি প্রতিষ্ঠা করে তখন থেকেই সংগঠনটি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে।

তদ্রুপ গতকাল সংগঠনের সদস্যরা মিলে তাদের নিজ গ্রামের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করেন। উক্ত কর্মসূচিতে গ্রামের মুরব্বী কিরন সরকার, লিটন সরকার, রানা সরকার, বাবলু সরকার, জ্ঞানব্রত সরকার মনি, অমর সরকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির ক্রীড়া সম্পাদক নয়ন সরকার, অর্থ সম্পাদক ধ্রব সরকার ও সভাপতি সজীব সরকার উপস্থিত ছিলেন।

সংগঠনটির বর্তমান সভাপতি সজীব সরকার বলেন, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। আর সেই অক্সিজেন ব্যাতিত মানুষ বাঁচতে পারে না। এই বিষয়ের ভাবনা থেকে আমরা এধরনের কর্মসূচি করেছি এবং ভবিষ্যতেও আমাদের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.