Sylhet Today 24 PRINT

ইউসেপ সিলেট অঞ্চলের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ এপ্রিল, ২০২৪

ইউসেপ সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট হতে “শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তর” শীর্ষক প্রকল্পের” অধীনে জানুয়ারি-মার্চ ২০২৪ ব্যাচে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে বটেশ্বরস্থ ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউসেপ বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. কাইউম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় শ্রম দপ্তর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে। স্বাগত বক্তব্য দেন ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট এর হেড অব হেড অব টিভিইটি ইন্সটিটিউট মো. হুসাইন শহীদ আনসারী।

ইউসেপ সিলেট অঞ্চলের কারিগরি বিদ্যালয়ের হেড অব টেকনিক্যাল স্কুল, হেড অব টিভিইটি ইন্সটিটিউট, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.