Sylhet Today 24 PRINT

‘লুথা-৭’ টুর্নামেন্টে টংকে হারিয়ে চ্যাম্পিয়ন টমটম

শাবি প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ফুটবল টুর্নামেন্টে ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী খাবারের ‘টং’ দোকান মালিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অভ্যন্তরীন পরিবহন ‘টমটম’ মালিকরা।

শাবির জনপ্রিয় সংগঠন ‘লুথা-৭’ এর সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে রবিবার বিকেলে ক্যাম্পাসে আয়োজিত এক প্রতিযোগিতার ফাইনাল খেলায় টাইব্রেকারে জয়ী হয় অভ্যন্তরীন পরিবহন ‘টমটম’ মালিকরা।

এর আগে একই সংগঠনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে ইংরেজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ’দুরন্ত বাংলা’ এবং পথ শিশুদের নিয়ে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নাসির রহমানের সঞ্চালনায় ও সংগঠনের আহবায়ক আনিসুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি কর্মচারী ইউনিয়নের সভাপতি সাকে আহমদ, পিডিবি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন লুথা সেভেনের সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.