সংবাদ বিজ্ঞপ্তি | ০১ নভেম্বর, ২০২৫
ভক্তিমূলক পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটের মেজরটিলা উত্তর আবাসিক এলাকার দেবপুরে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী সারদা মায়ের বাড়ির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধর্মীয় আচার, পূজা, গীতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয় এই দিনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “সারদা মায়ের আদর্শ মানুষকে মানবতার পথে চলতে শেখায়। এমন একটি উদ্যোগ সিলেটের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক।”
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, যিনি সারদা মায়ের আদর্শের প্রসার ও সমাজকল্যাণে তার ভূমিকার ওপর আলোকপাত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ সেন বাপ্পু, অধ্যাপক এল. নন্দলাল সিংহ, ড. শরদিন্দু ভট্টাচার্য্য, অধ্যাপক রণজিৎ মোহান্ত, শ্রী বেণু ভূষণ দাস, শ্রীমতি আলোক রাণী ব্যানার্জি, শর্বাণী অর্জুনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমতি আলোক রাণী ব্যানার্জি, এবং যৌথ সঞ্চালনায় ছিলেন পাপিয়া চৌধুরী, প্রজ্ঞা দে ত্রয়ী ও রেখা ঘোষ।
স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক বর্ণালী পুরকায়স্থ। এছাড়া বক্তব্য রাখেন মদনমোহন কলেজের উপাধ্যক্ষ সর্বাণী অর্জুন, মৌলভীবাজার সারদা সংঘের সভাপতি প্রতিভা চক্রবর্তী, তাজপুর সারদা সংঘের সভাপতি স্মৃতিনন্দী, শ্রীমা সারদা সংঘের সাংগঠনিক সম্পাদক শ্বাশ্বতী পাল সোমা এবং সারদা সংঘের সাধারণ সম্পাদক ডা. মালা রাণী দে।
দিনের শুরুতে ভোর ৫টায় অনুষ্ঠিত হয় মঙ্গল আরতী, সমবেত গীতাপাঠ, চণ্ডীপাঠ ও সারদা মায়ের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা। পরে হয় বিশেষ পূজা ও হোম।
সারদা গীতা স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করে মনোমুগ্ধকর অনুষ্ঠান “গীতা মাধুরী”।
এদিন প্রদান করা হয় পিযুষ দত্ত স্মৃতি বৃত্তি, নিরঞ্জন পাল ও উষা পাল স্মৃতি বৃত্তি, এবং বেলা রাণী স্মৃতি বৃত্তি।
বেলুন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন জয়তী ঘোষ লোনা।
আলোচনা সভা শেষে ভক্ত ও অতিথিদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশনার পাশাপাশি মৌসুমী পুরকায়স্থের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক “নবরূপে নবদুর্গা”।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্দিরের ভূমিদাতা সমাজসেবী শ্রী রতন মণি মোহন্ত। সার্বিক সহযোগিতায় ছিলেন হেপী দেব, ডা. মালা রাণী দে, বর্ণালী পুরকায়স্থ, শিবাণী দেব, প্রতিভা ঘোষ, পাপিয়া চৌধুরী, রিংকু দে প্রমুখ।