Sylhet Today 24 PRINT

রাজাকার আল বদরের ঠাঁই বাংলার মাটিতে হবে না : তাজুল মোহাম্মদ

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৬

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রাপ্ত, তৈয়মুন্নেছা ফাউন্ডেশন সিলেটের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক তাজুল মোহাম্মদ বলেছেন, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে। ৯ মাসের রক্তক্ষয়ী এ সংগ্রামের বিরোধীতাকারী রাজাকার আল বদরের ঠাই বাংলার মাটিতে হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল দেশপ্রেমিক নাগরিককে এ বিচার কাজে সরকারকে সহায়তা করতে হবে।

তাজুল মোহাম্মদ গত শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর শাহজালাল উপশহরে সামাজিক কল্যাণে ব্রত সামাজিক সংগঠন তৈয়মুন্নেছা ফাউন্ডেশন সিলেট আয়োজিত অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছিলেন, তিনি তিন যুগের গবেষণায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পর্যবেক্ষণ ও রাজাকারদের তান্ডবলীলা উঠে এসেছে তা লোমহর্ষক বলে মন্তব্য করেন। তাজুল মোহাম্মদ তৈয়মুন্নেছা ফাউন্ডেশন কর্র্র্তৃক সমাজে কল্যাণমূলক কর্মকান্ডে তাকে সম্পৃক্ত রাখায় ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান। ফাউন্ডেশনের সহ-সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. কবির আহমদ বাবরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এটিএম সৈয়দ হাসান জেবুল, মহানগর নেতা কামাল আহমদ রিংকু, জেলা যুব লীগ নেতা এইচ এম মালিক ইমন, কবি শামীমা কালাম, গাজীপুর ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিলন, ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, সদস্য আব্দুল মোমিন, মিজানুর রহমান বেলাল, ভলান্টারী গ্রুপ ২২নং ওয়ার্ডের সভাপতি আমিন তাহমিদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত সাংবাদিক গবেষক তাজুল মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডেশন নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.