Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শারুরাহ বিএনপি ও জেড ফোর্সের আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শারুরাহ জেলা বিএনপি,সৌদি আরব পশ্চিম অঞ্চল ও জেড ফোর্স সৌদি আরব পশ্চিম অঞ্চল এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাহান কামাল- সভাপতি, শারুরাহ জেলা বিএনপি,সৌদি আরব পশ্চিম অঞ্চল ও ১ নং যুগ্ম আহবায়ক, জেড ফোর্স সৌদি আরব পশ্চিম অঞ্চল।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিম অঞ্চল এর শারুরাহ জেলা বিএনপি নেতা মো. আব্দুর রউফ, মো. শাহীন মাহমুদ, মো. মঈনুদ্দিন এবং জেড ফোর্স সৌদি আরব পশ্চিম অঞ্চল এর নেতা মো. বেলাল হোসেন, মো. দুলাল হোসেন, মো. খসরু, মো. আবু হোরায়রা, শাহজাহান কাজী, মো. আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এমন একটি সময় আমরা পালন করছি যে মুহুর্তে আমাদের মাতৃভূমি বাংলাদেশে কথা বলার অধিকার নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। যে সব বৈষম্যের কারণে ১৯৫২ সালে আমাদের দেশে ভাষা আন্দোলন হয়েছিল, সে সব কারণ আজ ভয়াবহ রূপে  আমাদের দেশে বিদ্যমান।

"বর্তমান সরকার সংবাদপত্রের কণ্ঠরোধ করেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে জামিন সত্ত্বেও শোন অ্যারেস্ট দেখে বন্দী করে রেখেছে। ডেইলি স্টারের সম্পাদক জনাব মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রতিনিয়ত মামালা দিচ্ছে।"

"জিয়া পরিবারের উপর তো একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেই। মিথ্যা মামলায় বি এন পি’র হাজার হাজার নেতাকর্মী আজ কারাগারে। সরকার মানুষের মুক্ত চিন্তা করার, মুক্ত কথা বলার অধিকার ক্ষুণ্ণ করে পুরো দেশটাকে অবরুদ্ধ কারাগারে পরিণত করেছে।"

এ সব থেকে পরিত্রাণ ও ভাষা আন্দোলনের সকল শহীদ এবং জিয়া পরিবারের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.